বশেমুরবিপ্রবি সাংবাদিক সমিতির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:০৫
বশেমুরবিপ্রবি সাংবাদিক সমিতির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বশেমুরবিপ্রবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নানাবিধ আয়োজনের মধ্য দিয়ে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বশেমুরবিপ্রবিসাস) ৮ম প্রতিষ্ঠাবাৰ্ষিকী পালিত হয়েছে আজ।


বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১১টায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে র‌্যালি বের হয়ে পুনরায়  প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। র‍্যালি শেষে প্রশাসনিক ভবনের সামনে কেক কেটে সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এছাড়াও দুপুর ১ টায় বশেমুরবিপ্রবি সাংবাদিক সমিতির সদস্যরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং শোকবইতে স্বাক্ষর করে বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত মিউজিয়াম ও গ্রন্থাগার পরিদর্শন করেন। 


এসময় উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. এ কিউ এম মাহবুব, কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা ড. মোবারক হোসেন, রেজিস্ট্রার মো. দলিলুর সহমান, শিক্ষক সমিতির সভাপতি ড. সালেহ আহমেদ, সহ-সভাপতি ফায়েকুজ্জামান মিয়া, সাধারণ সম্পাদক জাকিয়া সুলতানা মুক্তা, সহকারি প্রক্টর সাদ্দাম হোসেন, আইন বিভাগের ডিন ড. রাজিউর রহমান, জনসংযোগ কর্মকর্তা মাহাবুব আলম, ইতিহাস বিভাগের সভাপতি সানজিদা পারভিন এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতার সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ইমেরিটাস অধ্যাপক ড. মানিক চক্রবৰ্তী ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সাবেক ডিন প্রফেসর সচী চক্রবৰ্তী সহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ বশেমুরবিপ্রবিসাসের সদস্যবৃন্দ। 


শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও বাংলা বিভাগের সভাপতি জাকিয়া সুলতানা মুক্তা বলেন, ‘‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজেও সাংবাদিকতার সাথে যুক্ত ছিলেন, সেহেতু তার নামাঙ্কিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়ে আপনারাও অন্যায়ের বিরূদ্ধে কথা বলবেন পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক দিকগুলো ও সবার মাঝে তুলে ধরবেন।’’


কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা ড. মোবারক হোসেন বলেন, ‘‘সাংবাদিকতা যারা করেন আমি আশা করবো আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন কেন্দ্রীয় বিষয়ও প্রচার করে যাবেন’’


এসময় উপাচার্য ড. এ কিউ এম মাহবুব বলেন, ‘‘ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার পরপরই এ সংগাঠনের যাত্রা শুরু। সাংবাদিকদের পেশাদারিত্ব বজায় রাখতে  হবে। সাংবাদিকরা বিভক্ত হওয়া বা পক্ষপাতিত্ব করা উচিত নয়। আমি আশা করি বশেমুরবিপ্রবিসাস এর সদস্যরা সর্বদা সত্যের পথে থাকবেন।’’


সকলকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে সাংবাদিক সমিতির সভাপতি আশরাফুল আলম বলেন, ‘‘২০১৫ সালে  ‘সত্য ও ন্যায়ের পথে’ এই শ্লোগানকে ধারণ করে এই সংগঠনের পথ চলা শুরু হয়।  তারপর থেকে নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়েছে তবুও সমিতি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে ততপর থেকেছে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশই আমাদের একমাত্র লক্ষ্য। ’’


উল্লেখ্য, ২০১৫ সালের ৯ ফেব্রুয়ারি যাত্রা শুরু করে বশেমুরবিপ্রবি সাংবাদিক সমিতি। প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষার্থীদের কন্ঠস্বর হিসেবে ক্যাম্পাস সাংবাদিকতায় অগ্রণী ভূমিকা রেখে চলেছে সংগঠনটি।


বিবার্তা/অহনা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com