শিরোনাম
দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে বাংলাদেশীর মৃত্যু
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২১, ০৯:৪৯
দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে বাংলাদেশীর মৃত্যু
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

দক্ষিণ আফ্রিকার জোহানসবার্গের লেনেসিয়া এলাকায় ডাকাতের গুলিতে জাবের হোসেন (২২) নামে এক বাংলাদেশীর মৃত্যু হয়েছে।


স্থানীয় বাংলাদেশী টিপু সুলতান জানান, গত শুক্রবার রাত প্রায় ১২টার সময় একদল ডাকাত দোকানের পেছনের দরজা ভেঙে ভিতরে ঢুকতে চেষ্টা করে। ভাঙার শব্দ শুনে দোকানের মালিক সামনের দরজা দিয়ে পালিয়ে যাওয়ার ডাকাত দল তাকে ধরে হাতের ফোন নিয়ে নেয়। এ সময় রাস্তা দিয়ে যাওয়া একটা গাড়ি আসতে দেখে ডাকাত দল তাকে ছেড়ে দিয়ে পালিয়ে যায়। তখন তিনি পাশে থাকা অন্য এক বাংলাদেশির বাসায় আশ্রয় নেন। পরে দোকানের ভেতরে থাকা কর্মচারীকে গুলিবিদ্ধ হয়ে নিহত অবস্থায় দেখতে পান আশপাশের বাংলাদেশিরা। পরে পুলিশ এসে লাশময়না তযন্তের জন্য নিয়ে যায়।


নিহত জাবের হোসেন নোয়াখালীর বেগমগঞ্জের ২নং দাউদপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামের তুফান মিয়াজি বাড়ীর নরশেদ মিয়ার ছেলে। তিনি ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে দক্ষিণ আফ্রিকায় আসেন। এখানে সুজন নামে এক বাংলাদেশির দোকানে চাকরি করতেন।


মঙ্গলবার লানেসিয়ায় বেলা ২টার সময় জানাজা সম্পন্ন হয়। বাংলাদেশে লকডাউন শেষ হলে লাশ দেশে পাঠানো হবে বলে জানান সুজন।


বিবার্তা/এসএ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com