
বাগেরহাট কারাগারে থাকা ২৩ ভারতীয় জেলে তিন মাস আট দিন পর মুক্তি পেয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে বাগেরহাট কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। খুলনাস্থ ভারতীয় হাই কমিশনারের ডেপুটি হাই কমিশনার শ্রী চন্দ্রজিন মুখার্জি, বাংলাদেশর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. হাফিজ আল আসাদ, কোস্টগার্ড পশ্চিমজনের কমান্ডার মো. সেলিম, বাগেরহাটের সহকারী পুলিশ সুপার (ফকিরহাট) মো. রাশেদুল ইসলাম রানা এসময় উপস্থিত ছিলেন।
এর আগে, ২০২৫ সালের ১৮ অক্টোবর বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশের দায়ে তাদের বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা তাদের আটক করে। পরে আটককৃতদের বাগেরহাটের মোংলা থানায় হস্তান্তর করা হয়।
এরপর পুলিশ বাগেরহাট আদালতে পাঠালে আদালত তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। কারাগার জেল সুপার মোস্তফা কামাল জানিয়েছেন, দুই দেশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে কারাগারে বন্দি থাকা ২৩ ভারতীয় জেলেকে মুক্তি দেয়া হয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতীয় ২৩ জেলেকে কোস্টগার্ডের কাছে বুঝিয়ে দেওয়া হয়।
তিনি জানান, মুক্তি পাওয়া জেলেদের মধ্যে ১৪ জনের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গ এলাকায় এবং ৯ জনের বাড়ি অন্ধপ্রদেশ এলাকায়।
জানা যায়, আগামী ২৯ জানুয়ারি বাংলাদেশ জলসীমা থেকে ভারতীয় কোস্টগার্ডের হাতে এদেরকে হস্তান্তর করা হবে।
বিবার্তা/রাজু/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]