ফসলি জমির মাটি ইটভাটায় বিক্রি করায় ১৩ জনের জেল, দুই লক্ষ টাকা জরিমানা
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ০১:৩৬
ফসলি জমির মাটি ইটভাটায় বিক্রি করায় ১৩ জনের জেল, দুই লক্ষ টাকা জরিমানা
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজবাড়ীর পাংশায় অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে ইটভাটায় বিক্রি করার অপরাধে ১৩ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও দুইজন কে দুই লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।


মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকালে উপজেলার যশাই ইউনিয়নের সোমসপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পাংশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাদ আহম্মেদ। এ সময় থানা পুলিশ ও সেনাবাহিনী ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কাজে সার্বিক সহযোগিতা করেন।


দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. আজাদ খা, মো. বাদশা মন্ডল, মো. আরিফুল ইসলাম, মো. মনা শেখ, মো. আমিন শেখ, মো. মলিন শেখ, মো. শান্ত শেখ, মো. শুকুর, মো. রোকনুজ, মো. রাসেল খান, মো. সজীব প্রামাণিক, মো. সোহাগ মন্ডল, মো. আল-আমীন। এরা সবাই মাটিবাহী গাড়ির চালক।


অন্যদিকে অর্থদণ্ড প্রাপ্তরা হলেন - মো. রাকিব হোসেন, মো. আসলাম প্রামাণিক। এদের মধ্যে একজন জমির মালিক ও অন্যজন ইটের ভাটার সাথে জড়িত।


সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাদ আহম্মেদ বলেন, মঙ্গলবার বিকালে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে উপজেলার যশাই ইউনিয়নের সোমসপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় কৃষি জমির টপসয়েল কেটে ইটের ভাটায় বিক্রির দায়ে “বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০” এর ১৫ ধারা অনুযায়ী চিহ্নিত দুই মাটি ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা ও ১৩ জন গাড়ি চালকের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।


বিবার্তা/মিঠুন/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com