
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ আসন (হাকিমপুর, বিরামপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট) নির্বাচনকালীন সময়ে দায়িত্বরত প্রশাসনের বিরুদ্ধে নিরপেক্ষতার অভিযোগ এনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ঘোড়া প্রতিকের স্বতন্ত্র প্রার্থী মো. শাহনেওয়াজ ফিরোজ শুভ শাহ।
মঙ্গলবার (২৭ জানয়ারি) দুপুর দুইটার দিকে হিলি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এই ঘোষণা দেন।
এসময় তিনি অভিযোগ করে বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রশাসন সকল প্রার্থীর ক্ষেত্রে নিরপেক্ষ ভূমিকা পালন করছে না বলে আমি মনে করছি। আমার নির্বাচনি প্রচারণায় অনেক বাধার সম্মুখীন হয়েছেি। নির্বাচনকালীন সময়ে দায়িত্বরত প্রশাসনের নিকট বার বার অভিযোগ করে কোন ফল পাইনি। এমনকি বিভিন্ন সময় জীবন নাশের হুমকির কারণে সম্প্রতি সময়ে প্রশাসনের কাছে অস্ত্রের লাইসেন্স চেয়ে আবেদন করা হলেও তা দেওয়া হচ্ছে না। এ অবস্থায় আমি মনে করি সুষ্ঠু ভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী করা সম্ভব নয়। এসব কারণ দেখিয়ে দিনাজপুর-৬ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. শাহনেওয়াজ ফিরোজ শুভ শাহ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
বিবার্তা/রববানী/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]