
বাংলাদেশ জামায়াত ইসলামীর সাথে জোটবদ্ধ হয়ে কাজ করতে অনীহা প্রকাশ করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফরিদপুর জেলার আহ্বায়ক মো. হাসিবুর রহমানকে (অপু ঠাকুর) দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য (দপ্তর সেল) তৌহিদ আহমেদ আশিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে ও কেন্দ্রীয় নির্দেশ অমান্য করায় আপনাকে দলের সব দায়িত্ব থেকে আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্য সচিব আকতার হোসেনের নির্দেশক্রমে এতদ্বারা অব্যাহতি দেওয়া হলো।
এনসিপির জেলা কমিটির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এস এম জাহিদ বলেন, মো. হাসিবুর রহমান অপু ফরিদপুর-১ আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র এমপি প্রার্থী হিসেবে অংশগ্রহণ করছেন। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে ও কেন্দ্রীয় নির্দেশ অমান্য করায় জেলার আহ্বায়ক পদ থেকে হাসিবুর রহমানকে (অপু ঠাকুর) দলের সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
উল্লেখ্য শুক্রবার দুপুরে মো. হাসিবুর রহমান (অপু ঠাকুর) তার প্রতিক্রিয়ায় বলেন, ‘জামায়াতের সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচন করতে অনীহা প্রকাশ করায় কেন্দ্র আমাকে অব্যাহতি দিয়েছে। আমি জুলাই যোদ্ধাদের প্রতিশ্রুতি রক্ষার্থে ও মানুষের ভালোবাসার মূল্য দিতেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে গরিব ও দুঃখী মানুষের পাশে দাঁড়ানোই আমার রাজনীতির মূল লক্ষ্য।’ জয়ের ব্যাপারে আমাদের কর্মী সমর্থকরা শতভাগ আশাবাদী।
বিবার্তা/হাসান/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]