শিবগঞ্জের শাহাবাজপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ২৩:২৩
শিবগঞ্জের শাহাবাজপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
চাঁপাই নবাবগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

শিবগঞ্জে মাদক, বাল্যবিয়ে, ইভটিজিং, সন্ত্রাস দমনে ৪নং বিট পুলিশিং এর আয়োজনে বিট পুলিশিং সভা ও ওঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল ৩ টায় শিবগঞ্জ থানাধীন শাহাবাজপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন নলডুবরী বাজারে ইউপি চেয়ারম্যান মোহাম্মদ নিজামুল হকের সভাপতিত্বে ও সহকারী বিট অফিসার এ এস আই (নিঃ) সাহেদ হোসেনের সঞ্চলনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহাবাজপুর ইউনিয়নের বিট অফিসার এস আই পিয়ারুল ইসলাম, (পিপিএম), আরোও উপস্থিত ছিলেন, প্যানেল চেয়ারম্যান মো. ইসমাইল হোসেন, তোজাম্মেল হক, কাসেদ আলী, আ. রশিদ, ওয়ার্ড সদস্যা মোসা. রুমালী খাতুন, শিল্পীয়ারা খাতুন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ।


বিট অফিসার পিয়ারুল ইসলাম তার বক্তব্যে বলেন, মাদক, বাল্যবিয়ে, ইভটিজিং, সন্ত্রাস, ও বিভিন্ন অপরাধ দমনে পুলিশের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন এবং অত্র শাহাবাজপুর এলাকার জনগণের সহযোগিতা কামনা করেন এ ছাড়াও এলাকায় আইনশৃঙ্খলা রক্ষার্থে ডাকাতি, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জনগণের নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা রক্ষায় পুলিশ আইনী ভূমিকা গ্রহণসহ আইনগতভাবে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে।


বিবার্তা/মোস্তাফিজুর/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com