গুরুদাসপুরে বিএনপি প্রার্থীর প্রচারনায় গণজোয়ার
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ২৩:১৮
গুরুদাসপুরে বিএনপি প্রার্থীর প্রচারনায় গণজোয়ার
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রতীক বরাদ্দ পান নাটোর-৪ আসনের (গুরুদাসপুর-বড়াইগ্রাম) বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ আব্দুল আজিজ। তবে তাঁর প্রচারনার প্রধম দিনেই গণজোয়ার সৃষ্টি হয়েছে বলে দাবি করেছেন কর্মী-সমর্থকরা।


বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকাল ৪ টায় গুরুদাসপুর পৌর শহরের চাঁচকৈড় বাজার ধান হাটায় পথসভার আয়োজন করে উপজেলা ও পৌর বিএনপি। উপজেলার ৬টি ইউনিয়ন ও পৌরসভা থেকে কর্মী ও সমর্থকরা সভাস্থলে আসতে থাকলে সেটি মিছিলে রুপ নেয়। স্থান সংকুলান না হওয়ায় পরে পথসভাটি চাঁচকৈড় নাজিম উদ্দিন স্কুল এ্যান্ড কলেজ মাঠে স্থানান্তর করা হয়।


পথসভায় পৌর বিএনপির আহবায়ক আলহাজ দুলাল সরকার, সাবেক পৌর মেয়র ও জেলা বিএনপির সদস্য মশিউর রহমান বাবলু, সাবেক পৌর চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য সচিব আমজাদ হোসেন, উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ ওমর আলী শেখ, সদস্য মোহাম্মদ আলী, উপজেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক ও ধানের শীষের প্রার্থী আব্দুল আজিজের সন্তান মাহমুদুজ্জামান সোহাগ বক্তব্য রাখেন।


বক্তারা বলেন, ধানের শীষের প্রার্থী আব্দুল আজিজের পক্ষে জণজোয়ার প্রমান করে জয় আমাদের সুনিশ্চিত। তবে আত্মতৃপ্তিতে না থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ১২ তারিখে জয় নিয়েই আমরা ঘরে ফিরবো বলে দাবী করেন তারা।#


বিবার্তা/জনি/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com