সরাইলে ট্রাকের বডিতে বাঁধা শতকেজি গাজা উদ্ধার, গ্রেফতার ৩
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ১৬:২৯
সরাইলে ট্রাকের বডিতে বাঁধা শতকেজি গাজা উদ্ধার, গ্রেফতার ৩
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থেকে ১০০ কেজি গাঁজা ও ১টি ট্রাকসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।


বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাত ১০টা ৪৫ মিনিটের দিকে সিলেট-ঢাকা মহাসড়কে চেকপোস্ট পরিচালনা করে একটি ট্রাকের পিছনের বডিতে রক্ষিত ৫টি প্লাষ্টিকের বস্তার ভিতর ২২টি বান্ডিল (১০০ কেজি) গাঁজাসহ ৩ জনকে গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন- মো. রবিউল ইসলাম(৩৪), পিতা- সহবুল ইসলাম, তালপট্টি, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ। মো. আবুল কালাম আজাদ (৫১), পিতা- মৃত সেলিম বাদশা, আলীনগর, চাঁপাইনবাবগঞ্জ এবং আব্দুল রউফ রবিন (২৭), পিতা- রফিকুল ইসলাম, বেলপুকুর, চাঁপাইনবাবগঞ্জ।


পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে গ্রেফতারকৃত ব্যক্তিদের ও জব্দকৃত আলামত ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।


বিবার্তা/নিয়ামুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com