শুধু ভোট ও কথা বলার অধিকার নয় অর্থনীতি স্বাবলম্বী করবে বিএনপি: তারেক রহমান
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ১৩:২৫
শুধু ভোট ও কথা বলার অধিকার নয় অর্থনীতি স্বাবলম্বী করবে বিএনপি: তারেক রহমান
সিলেট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, শুধু ভোট ও কথা বলার অধিকার নয় দেশের অর্থনীতি স্বাবলম্বী করবে বিএনপি।


বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরেসিলেট নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে জনসভায় যোদ গিয়ে তিনি এ কথা বলেন।



তারেক রহমান বলেন, ১২ ফেব্রুয়ারি ধানের শীষ নির্বাচিত হলে স্বৈরাচারমুক্ত দেশে গণতন্ত্রের যাত্রা শুরু হবে। ধানের শীষকে জয়যুক্ত করতে হবে।


উপস্থিত নেতা–কর্মীদের উদ্দেশে এসময় বিএনপির চেয়ারম্যান জানতে চান, তারা ধানের শীষকে জয়যুক্ত করতে পারবেন কি না; সবাই হাত নেড়ে হ্যাঁ সূচক ইঙ্গিত দেন। তারেক রহমান বলেন, ইনশাআল্লাহ।


তিনি বলেন, বিএনপির সরকার, মা–বোনদের সাবলম্বী করে গড়ে তুলতে চায়। সিলেটের বহু মানুষ বিদেশে যায়। আমরা মানুষকে ট্রেনিং দিতে চাই। সুযোগ তৈরি করতে চাই।


তিনি বলেন, বিএনপির সরকার, মা–বোনদের সাবলম্বী করে গড়ে তুলতে চায়। সিলেটের বহু মানুষ বিদেশে যায়। আমরা মানুষকে ট্রেনিং দিতে চাই। সুযোগ তৈরি করতে চাই।


এ সময় আবারও তারেক রহমান বলেন, আপনার ধানের শীষকে জয়যুক্ত করতে পারবেন? লাখ লাখ ভাইবোন বেকার, আমরা তাদের কর্মসংস্থান সৃষ্টি করতে চাই।


নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে হওয়া এই জনসভা বিএনপির প্রথম নির্বাচনী জনসভা। বেলা ১১টার কিছুক্ষণ আগে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে এ জনসভার কার্যক্রম শুরু হয়। জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির চেয়ারম্যান।


সমাবেশস্থল সকাল থেকেই কানায় কানায় পূর্ণ হয়ে যায়। বুধবার রাত থেকেই আশপাশের বিভিন্ন জেলা ও উপজেরার নেতা-কর্মীরা আলিয়া মাদরাসা মাঠে জড়ো হতে থাকেন। অনেককে ব্যানার ও দলীয় পতাকা হাতে মাঠের আশপাশে অবস্থান নিতে দেখা যায়।


আগেরদিন বুধবার রাত ৮টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা থেকে সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারেক রহমান। সঙ্গে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের পাশাপাশি তাঁর স্ত্রী জুবাইদা রহমানও আছেন।


বিমানবন্দর থেকে সড়কপথে প্রথমে হয়রত শাহজালালের (র.) মাজার জিয়ারত করেন বিএনপির চেয়ারম্যান। এরপর শহর থেকে ৮ কিলোমিটার দূরে অবস্থিত খাদিমনগরে হয়রত শাহ পরানের (র.) মাজারে যান তিনি। মাজার জিয়ারত শেষে তারেক রহমান যান দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে শ্বশুরবাড়িতে। শ্বশুরবাড়িতে কিছু সময় অবস্থানের পর শহরের ‘গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে’ গিয়ে রাত্রিযাপন করেন বিএনপির চেয়ারম্যান।



বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com