সাভারে উন্নত জাতের বড়ই চাষে বাম্পার ফলন
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ১২:২৬
সাভারে উন্নত জাতের বড়ই চাষে বাম্পার ফলন
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাভারে এবার বরইয়ের (কুল) বাম্পার ফলন হয়েছে এবং বাজারে এর দামও বেশ ভালো। অনুকূল আবহাওয়া ও সঠিক পরিচর্যার ফলে স্থানীয় চাষিরা বিভিন্ন উন্নত জাতের বড়ই চাষে সফল হয়েছেন।বাম্পার ফলন ও ভালো দামের কারণে স্থানীয় কৃষকদের মুখে হাসি ফুটেছে।


এছাড়াও অর্গানিক পদ্ধতিতে বরই চাষ হওয়ায় অনেক সুস্বাদু হয়ে থাকে। তাই গ্রাহকদের চাহিদাও দিন দিন বাড়ছে বলে জানায় চাষিরা।


উপজেলার বনগাঁও ইউনিয়নের বনগ্রাম এলাকায় কয়েক বিঘা জমিতে থাই কুল ও বল সুন্দরী চাষ করেছেন গোলাম কিবরিয়া বাবু। প্রথমে তিনি সখের বসে কুল চাষ করলেও এখন তিনি বাণিজ্যিক ভাবে কুল চাষ করেছেন। বাজারে কুল বিক্রি হচ্ছে কেজি প্রতি দেড়’শ টাকা দরে। অর্গানিক পদ্ধতিতে কুল চাষ হওয়ায় তার বাগান থেকেই মানুষ কুল কিনে নিয়ে যাচ্ছে। উপজেলা কৃষি অফিস থেকে তাকে সবধরণের সহযোগীতা দেওয়া হচ্ছে।


এছাড়াও সাভার ও আশুলিয়ার বিভিন্ন গ্রামে উন্নত জাতের বড়ই এর ফলন হয়েছে।


বিবার্তা/শরিফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com