সরকার ‘হ্যাঁ’ ভোট দিতে উৎসাহিত করলেও সিদ্ধান্ত নেবেন জনগণ: পররাষ্ট্র উপদেষ্টা
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ২২:২১
সরকার ‘হ্যাঁ’ ভোট দিতে উৎসাহিত করলেও সিদ্ধান্ত নেবেন জনগণ: পররাষ্ট্র উপদেষ্টা
বরগুনা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ‘হ্যাঁ’ ভোট দেয়ার বিষয়ে সরকার উৎসাহিত করলেও সিদ্ধান্ত নেবেন জনগণ।


মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকাল ৩টার দিকে বরগুনা জেলা প্রশাসন কার্যালয়ের সুবর্ণজয়ন্তী সম্মেলন কক্ষে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এ কথা বলেন তিনি।
উপদেষ্টা বলেন, ‘গণভোট নিয়ে সরকারের স্পষ্ট বক্তব্য। ‘‘হ্যাঁ’’ ভোট দিতে উৎসাহিত করবে সরকার। কিন্তু সিদ্ধান্ত নেবেন জনগণ। আগামীর ভোটে কোনো ধরনের কারচুপির সুযোগ দেয়া হবে না।’
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকার পুরোপুরি নিরপেক্ষ থাকবে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, ‘সরকার চায় একটি সুষ্ঠু নির্বাচন।’
এসময় তিনি বলেন, ‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু করার জন্য সরকারের তিনটি চ্যালেঞ্জ রয়েছে। ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করা, ভোট সঠিকভাবে গণনা করা ও বিজয়ী প্রার্থীকে বিজয়ী হিসেবে ঘোষণা করা।’
গণভোট ও সংসদ নির্বাচনে গণমাধ্যমের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানিয়ে এ উপদেষ্টা বলেন, ‘জনগণকে ভোটকেন্দ্রে যেতে উৎসাহিত করতে সাংবাদিকদের ভূমিকা রাখতে হবে।’
নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আপনাদের ব্যক্তিগত পছন্দ থাকতে পারে কিন্তু সেটি যেন ভোটের মাঠে প্রভাব না ফেলে।
বক্তব্যের শেষে তিনি মিডিয়াকে বলেন, ‘আপনারা পজেটিভ রোল প্লে করুন, মানুষকে ভোট দিতে এবং গণভোট এর বিষয়টি সুন্দরভাবে উপস্থাপন করুন।’
বরগুনা জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে মঙ্গলবার বিকালে জেলা প্রশাসক কার্যালয়ের সুবর্ণজয়ন্তী সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন—বরগুনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তাছলিমা আক্তার।


বিবার্তা/এমবি


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com