
নরসিংদীর শিবপুরে একটি প্রাইভেটকারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
শনিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে উপজেলার কারারদী এলাকায় স্টার সিএনজি পাম্পে প্রাইভেটকারটিতে গ্যাস নেয়ার সময় গাড়িটির সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে কোনো হতাহত না থাকলেও গাড়িটি ধ্বংসস্তুপে পরিণত হয়। তবে সিলিন্ডার বিস্ফোরণের সাথে সাথে গাড়ি চালক পালিয়ে যায়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল ১১টার দিকে ঢাকা মেট্রো- গ ১৩৪৯৯৯ নাম্বারের একটি প্রাইভেটকার ঢাকা-সিলেট মহাসড়কের পার্শ্বে স্টার সিএনজি পাম্পে গ্যাস নিতে আসে। গ্যাস নেয়ার সময় হঠাৎ বিকট শব্দে প্রাইভেটকারের সিলিন্ডারটির বিস্ফোরণ ঘটে। এতে পুরোপুরি ধ্বংস স্তুপে পরিণত হয়ে যায় প্রাইভেটকারটি। পাম্পটির কোনো ক্ষয়ক্ষতি না হলেও তাৎক্ষণিক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ইটাখোলা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, স্টার সিএনজি পাম্পে গ্যাস নেয়ার সময় একটি প্রাইভেটকারের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে গাড়িটি ধ্বংসস্তুপে পরিণত হয়ে যায়। গাড়িটি আমাদের থানায় নিয়ে আসা হয়েছে। এই ঘটনায় কোনো হতাহত হয়নি। ধারণা করা হচ্ছে মেয়াদ উত্তীর্ণ সিলিন্ডার লিকেজ হয়ে এই বিস্ফোরণ ঘটেছে। চালক পালিয়ে গেছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]