
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর টু কোম্পানিগঞ্জ সড়কের দোলাবাড়ি নামক স্থানে দূরপাল্লার প্রান্তিক বাসের চাপায় মোটরসাইকেল আরোহী শামিম ওসমান (২৫) নামে একজন নিহত হয়েছেন। তিনি নবীনগর পৌর এলাকার ভোলাচং গ্রামের পাল পাড়ার জহিরুল ইসলামের ছেলে। এই ঘটনায় একই এলাকার আবুল হোসেনের ছেলে মাকসুদ (২৭) গুরুতর আহত হয়। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।
জানা যায়, শুক্রবার (১৬ জানুয়ারি) রাত ১০ টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা দূরপাল্লার প্রান্তিক বাসের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী শামিম ওসমান গুরুতর আহত হয়। পরে তাকে স্থানীয় উপজেলা স্ব্যাস্থ কমপ্লেক্সে নেয়া হলে কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।
নবীনগর থানার ভারপ্রাপ্ত পুলিশ পরিদর্শক (ওসি) রফিকুল ইসলাম জানান, দূরপাল্লার বাসের সাথে মোটর সাইকেল দুর্ঘটনায় শামীম ওসমান নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। অপর মাকসুদ নামে আরো একজন আরোহী আহত হয়েছেন।
বিবার্তা/নিয়ামুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]