
সাভারে ট্যানারি শ্রমিকদের সরকার নির্ধারিত ১৮ হাজার এক টাকা বাস্তবায়ন না হওয়ার প্রতিবাদে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) সকালে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের হরিণধরা এলাকায় চামড়া শিল্প নগরীর ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের সামনে এ শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক আব্দুল মালেকসহ আরো অনেকে। এসময় বিভিন্ন ট্যানারির সকল নারী ও পুরুষ শ্রমিকরা সমাবেশে অংশ গ্রহণ করেন।
এসময় শ্রমিক সমাবেশে বক্তারা বলেন, ট্যানারি শিল্প সেক্টরে কর্মরত সকল শ্রেণীর শ্রমিকদের জন্য গত ২১ নভেম্বর ২০২৪ তারিখে সরকার নিম্নতম মজুরির হার ঘোষণা করে গেজেট প্রকাশ করেন। যা মালিক পক্ষ ও শ্রমিক পক্ষের ঐকমত্যের ভিত্তিতে হয়েছিল। কিন্তু মালিকগন সেই নিম্নতম মজুরী বাস্তবায়ন করেননি। পরবর্তীতে অনেক দেনদরবার আলোচনা পর্যালোচনার পর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় মালিকদের অনুরোধে ঘোষিত নিম্নতম মজুরী সংশোধন (রিভাইজ) এর সিদ্ধান্ত গ্রহন করে। এই ব্যাপারে শ্রমিকদের তীব্র আপত্তি থাকলেও দীর্ঘ ৪ বছর শ্রমিকদের বেতন বৃদ্ধিনা হওয়ায় এবং নিম্নতম মজুরী বাস্তবায়নের কথা বিবেচনা করে শ্রমিক পক্ষ নিম্নতম মজুরীর সংশোধন মেনে নেয় এবং মালিক ও শ্রমিক উভয়পক্ষ সেখানে স্বাক্ষর করে। এরপরও মালিকরা টালবাহানা শুরু করে এবং দীর্ঘ কয়েক মাস অতিবাহিত হওয়ার পরেও সেই সংশোধিত নিম্নতম মজুরীও মালিকরা বাস্তবায়ন করেননি। এর ফলে শ্রমিকদের ধৈর্য্যের বাঁধ ভেঙ্গে গেছে। শ্রমিকরা ভীষণভাবে হতাশ ও ক্ষুদ্ধ। তাই আজ তারা শ্রমিক সমাবেশ করেছেন। দ্রুততম সময়ে শ্রমিকদের সরকার নির্ধারিত বেতন ১৮ হাজার এক টাকা বাস্তবায়নে ট্যানারি মালিকদের প্রতি আহবান জানান তারা। অবিলম্বে তা বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুশিয়ারি দেন তারা।
বিবার্তা/সাভার/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]