
বগুড়ার নন্দীগ্রামে ভটভটি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আকাশ আহম্মেদ (২০) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। সে উপজেলার ভাটরা ইউনিয়নের মুরারিদিঘী গ্রামের হাবিবুর রহমান বাদশার ছেলে ও বগুড়া ফকির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার কাথম-কালিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মনিনাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে আকাশ মোটরসাইকেলযোগে তার মামাতো ভাইকে নাটোরের সিংড়া উপজেলার কালিগঞ্জ বাজারে পৌঁছে দিয়ে বাড়ি ফেরার পথে মনিনাগ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ভটভটির সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়।
নিহতের মামা ও ইউপি সদস্য আলআমিন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আকাশকে মৃত অবস্থায় পাই। তিনি আরও বলেন, আকাশ বগুড়া ফকির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন। কলেজে ছুটি থাকায় সে বাড়িতে বেড়াতে এসেছিলেন। তার বাবা হাবিবুর রহমান বাদশা সৌদি আরব প্রবাসী।
এ বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিবার্তা/মনির/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]