চিলমারীতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা, বিপাকে শিশু-বৃদ্ধরা
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ১৭:৪১
চিলমারীতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা, বিপাকে শিশু-বৃদ্ধরা
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুড়িগ্রামের চিলমারীর উপর দিয়ে মৃদুশৈতপ্রবাহ বয়ে যাচ্ছে। ফলে শীতজনিত রোগীর সংখ্যা বেড়েছে। গেল সপ্তাহে ৫৪ জন রোগী চিকিৎসা নিয়েছেন। এদিকে, ঠান্ডার কারণে বিপাকে পড়েছেন শিশু ও বৃদ্ধরা। এই সময়টিতে চিকিৎসকরা ঠান্ডায় শিশু ও বয়স্কদের বাড়তি যন্ত নেবার পরামর্শ দিচ্ছেন।


জেলায় মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ ৯৯ শতাংশ। মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছেন রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার।


চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য অনুযায়ী গেলো একসপ্তাহে নিউমোনিয়া, শ্বাসকষ্ট, জ্বর সহ শীতজনিত রোগে আক্রান্ত হয়ে ৫৪ জন রোগী চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ১০ জন শিশু রয়েছে।


আব্দুল মান্নান, খয়বার সহ কয়েকজন রোগী ও তাদের স্বজনরা জানান, অতিরিক্ত ঠান্ডার কারনে শ্বাসকষ্ট, নিউমোনিয়া, জ্বর সহ শীতকালীন নানা ধরনের রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। বিশেষ করে শিশুদের নিয়ে খুব চিন্তিত অভিভাবকরা।


চিলমারী স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার ডা. আবু রায়হান জানান, অতিরিক্ত ঠান্ডার কারণে এখন শীতজনিত নানা ধরনের রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। এই সময়ে শিশু ও বয়স্কদের বাড়তি খেয়াল রাখতে হবে যাতে তাদের ঠান্ডা না লাগে। সব সময় গরম কাপড় পরিধান করা, পানি কুসুম গরম করে ব্যবহার করা। এছাড়াও প্রয়োজন ছাড়া ঠান্ডায় বাহির না হতেও পরামর্শ দেন এই চিকিৎসক।


বিবার্তা/রাফি/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com