হিলি ট্রেন ট্র্যাজেডি দিবস আজ
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ১৫:৫২
হিলি ট্রেন ট্র্যাজেডি দিবস আজ
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আজ ১৩ জানুয়ারি। হিলি ট্রেন ট্র্যাজেডি দিবস। ১৯৯৫ সালের এদিনে রেলস্টেশনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটে। ওই দুর্ঘটনায় নিহত হন ২৭জন ট্রেনযাত্রী। পঙ্গুত্ব বরণ করেন শতাধিক মানুষ।


রেলওয়ে একতা ক্লাবের উদ্যোগে হিলিবাসী তখন থেকেই নিহতদের স্মরণে দিনটিকে প্রতিবছর হিলি ট্রেন ট্র্যাজেডি দিবস হিসেবে পালন করে আসছেন।


নিহতদের স্মরণে মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল থেকে কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাচ ধারণ করেন এবং বিকেল ৪টায় স্টেশন চত্বরে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।


১৯৯৫ সালের ১৩ জানুয়ারি রাত সাড়ে ৮টার দিকে হিলি রেলস্টেশনে দাঁড়িয়ে ছিল গোয়ালন্দ থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী লোকাল একটি ট্রেন। একই সময় বিপরীত দিক সৈয়দপুর থেকে ছেড়ে আসা খুলনাগামী আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে লোকাল ট্রেন ও আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি দুমড়ে মুচড়ে যায়। সরকারি হিসেব মতে এ সময় ২৭ জন ট্রেনযাত্রী প্রাণ হারায় ও শতাধিকযাত্রী আহত হয় এবং অনেকেই পঙ্গুত্ব বরণ করে। স্থানীয়দের দাবি কর্তব্যরত স্টেশন মাস্টারের দায়িত্ব অবহেলার কারণে এই মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা ঘটেছে।


বিবার্তা/রববানী/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com