
কাউখালীতে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের কাউখালী সদর ইউনিয়ন ৭নং ওয়ার্ড শাখার বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মনির সরদারকে গোসনতারা এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন কাউখালী থানার ওসি মো.ইয়াকুব হোসাইন ।
পুলিশ জানায়, গত ২৮ মার্চ কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন আহম্মেদের ঈদ শুভেচ্ছা পোস্টার শিয়ালকাঠি ইউনিয়নের বিভিন্ন জায়গায় লাগানো শেষে ফেরার পথে শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদের সামনে বসে রাত ৮ টার দিকে দেশী অস্ত্র, বোমা নিয়ে তাদের উপর হামলার মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
কাউখালী থানার ওসি মো. ইয়াকুব হোসাইন জানান, মনির সরদারকে গোপন সংবাদের ওপর ভিত্তি করে উপজেলার গোসনতারা গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে। আজ শুক্রবার (৯ জানুয়ারি) তাকে আদালতে চালান দেওয়া হয়েছে।
বিবার্তা/রবিউল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]