ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমান অবৈধ ভারতীয় চোরাচালানী মালামাল আটক
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৫, ২৩:২৬
ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমান অবৈধ ভারতীয় চোরাচালানী মালামাল আটক
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়া সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অভিযানে বিপুল পরিমান অবৈধ ভারতীয় চোরাচালানী মালামাল আটক করেছে।


গোপন সংবাদের ভিত্তিতে, সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২০০১এমপি হল থেকে আনুমানিক ৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইসলামপুর বিশেষ অভিযান পরিচালনা করে। এ অভিযানে শুক্রবার (২৬ ডিসেম্বর) আনুমানিক ২:৩০ ঘটিকায় রেইনবো কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যান সিলেট হতে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড হয়ে ঢাকায় গমনের সময় ইব্রাহিমপুর নামক স্থানে সন্দেহজনকভাবে কাভার্ড ভ্যানটি থামানো হয় এবং তল্লাশী করা হয়। তল্লাশীকালে কাভার্ড ভ্যান হতে ৭১,৯০০ পিস ভারতীয় কাভেরী মেহেদী, ২২,৬৫২ পিস ভারতীয় চকলেট, ৫৬৪ পিস ভারতীয় ফেসওয়াস এবং ৬৩০ কেজি ভারতীয় জিরা আটক করতে সক্ষম হয়।


আটককৃত ভারতীয় চোরাচালানী মালামাল এর সিজার মূল্য- ৬৮,২৩,১৬০ টাকা। আটককৃত ভারতীয় চোরাচালানী মালামাল আখাউড়া কাস্টমস্ অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোত্তকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়।


বিবার্তা/আকঞ্জি/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com