ক্ষোভে নোয়াখালীর অনুশীলন রেখে সিলেট ছাড়ছেন সুজন-তালহা
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ১৭:৪৫
ক্ষোভে নোয়াখালীর অনুশীলন রেখে সিলেট ছাড়ছেন সুজন-তালহা
নোয়াখালী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বিপিএল শুরু হতে ২৪ ঘণ্টাও বাকি নেই, অথচ ফ্র্যাঞ্চাইজি দলগুলোতে একের পর এক অস্থিরতা ও নাটকীয়তা চলছেই। মালিকানা জটিলতার পর এবার চরম অব্যবস্থাপনার অভিযোগ তুলে নোয়াখালী এক্সপ্রেসের অনুশীলন ছেড়ে সিলেট ত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন দলের প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন ও বোলিং কোচ তালহা জুবায়ের।


বৃহস্পতিবার সকালে সিলেটে দলের অনুশীলনে এসে প্রয়োজনীয় সরঞ্জামের ঘাটতি ও দায়িত্বহীন ব্যবস্থাপনার কারণে ক্ষোভ প্রকাশ করে মাঠ ছাড়েন দুই কোচ। পরে সিএনজিতে করে মাঠ ত্যাগ করেন তারা। অনুশীলন শেষে হোটেলে ফিরে ব্যাগ গুছিয়ে ঢাকায় ফেরার প্রস্তুতিও সম্পন্ন করেছেন। বিমানের টিকিট কেটে ফেলেছেন বলেও নিশ্চিত করেছেন তালহা জুবায়ের।


তালহা জুবায়ের বলেন, ‘আমরা কোচ হয়েও কিছুই জানি না। কোনো দায়িত্ব আমাদের হাতে দেওয়া হয়নি। অনুশীলনের জন্য বল, স্ট্যাম্প-কিছুই নেই। পেশাদারভাবে কাজ করতে চাই, কিন্তু এই বিপিএলে গত দুই দিন কাজই করতে পারছি না।’


তিনি আরও অভিযোগ করেন, ‘ঢাকায় অনুশীলনের সময়ও সময়মতো বল সরবরাহ করা হয়নি। ক্রিকেটারদের কাছ থেকে বল নিয়ে প্র্যাকটিস করাতে হয়েছে। এখানে তো মনে হয় বল দিলে চুরি হয়ে যাবে। আজ অনুশীলনে মাত্র তিনটা বল দেওয়া হয়েছে, আর কোনো প্রয়োজনীয় সরঞ্জাম নেই। অথচ কালই আমাদের প্রথম ম্যাচ।’


অব্যবস্থাপনার পাশাপাশি পারিশ্রমিক ও ডে-এলাউন্স না পাওয়ার কথাও জানান তালহা। তার ভাষায়, ‘খন পর্যন্ত কোনো পেমেন্ট পাইনি। ডে-এলাউন্সও দেওয়া হয়নি। সব কিছু ফ্র্যাঞ্চাইজির লোকজন করছে, তাহলে আমরা কাজ করব কীভাবে? নিজের সম্মান নষ্ট করে এভাবে কাজ করা সম্ভব না।’


এই পরিস্থিতিতে সিলেট ছাড়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন সুজন ও তালহা। দুজনেই জানিয়েছেন, বর্তমান অবস্থায় দলের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার কোনো মানে দেখছেন না।


উল্লেখ্য, শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পর্দা উঠছে বিপিএলের দ্বাদশ আসরের। বিকেল ৩টায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স। এরপর সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালসের ম্যাচ। টুর্নামেন্ট শুরুর আগের দিনই এই দুই দল নানা বিতর্কে জড়িয়ে পড়ায় বিপিএল আয়োজন নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com