
বান্দরবান জেলার লামা উপজেলায় আবুল কাশেম আরকানী কর্তৃক ফাইতং বড় মুসলিম পাড়া বাইতুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির বিরুদ্ধে আদালতে ষড়যন্ত্রমূলক মিথ্যা অভিযোগ তুলে আদালতে মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে (১৮ ডিসেম্বর) উপজেলা পরিষদ সম্মুখ সড়কে ফাইতং বড় মুসলিম পাড়া সমাজবাসী এ মানববন্ধন করেন। এতে সমাজের শতাধিক নারী পুরুষ অংশ গ্রহণ করেন। অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানিয়ে মানববন্ধনে বক্তব্য রাখেন- মসজিদ পরিচালনা কমিটির সহ-সভাপতি জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক ছরওয়ার কামাল, সহ-সাধারন সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ, সদস্য জাফর আলম ও ডা. নজরুল ইসলাম, সমাজ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. বেলাল উদ্দিন মিয়া ও সাংগঠনিক সম্পাদক মো. বাদশা।
এর আগে গত ৩ নভেম্বর মাদ্রাসার পানি ট্যাংক চুরি, মাদ্রাসার দেওয়াল ভাঙ্গা ও গাছ কাটার অভিযোগ তুলে মাদ্রাসা পরিচালনা কমিটির সাবেক পরিচালক আবুল কাশেম আরকানী বাদী হয়ে উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক ছরওয়ার কামাল, সহ সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ, সমাজ পরিচালনা কমিটির সভাপতি আবু বক্কর ছিদ্দিক ছোটন ও সদস্য নজির আহমদের বিরুদ্ধে মামলা (সি.আর মামলা নং ৪২৩/২০২৫) করেন। মামলায় ভিত্তিহীন অভিযোগের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়ে মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দরা উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন বরাবরে স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, আবুল কাশেম আরকানী যে অভিযোগ তুলে আদালতে মামলা করেছেন, সে অভিযোগ মোটেও সত্য নয়, সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। মূলত আবুল কাশেম আরকানী মাদ্রাসার সাবেক পরিচালক ছিলেন। অদক্ষতার কারণে মাদ্রসার শিক্ষার মান ভেস্তে গেলে পরিচালনা কমিটি ও সমাজবাসী তাকে পদ থেকে অব্যাহতি দেন। মূলত এ কারণে ক্ষিপ্ত হয়ে আবুল কাশেম আরকানী মিথ্যা অভিযোগ তুলে আদালতে মামলাটি দায়ের করেন। আমরা এ মামলা প্রত্যাহারের জোর দাবী জানাই।
বিবার্তা/আরমান/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]