
ব্রাহ্মণবাড়িয়ায় পৌরশহরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় সাগর মিয়া নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন।
বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় পৌরশহরের মুন্সেফপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ মো. সাগর মিয়া শহরের ফুলবাড়িয়া এলাকার আবু সাঈদের ছেলে।
জানা যায়, বুধবার মাগরিব নামাজের পর শহরের মুন্সেফপাড়া এলাকার খ্রিষ্টিয়ান মেমোরিয়াল হাসপাতালের সামনে দাঁড়িয়ে মুঠোফোনে কথা বলছিলেন সাগর। সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ইমন ইসলাম নামে এক যুবক দলবল নিয়ে মোটরসাইকেলে করে সেখানে উপস্থিত হন এবং হঠাৎ সাগরের ওপর হামলা চালান। এ সময় তিনি গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা, তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম জানান, সন্ধ্যায় শহরের মুন্সেফপাড়ায় প্রতিপক্ষের হামলায় একজন গুলিবিদ্ধ হয়েছেন। কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে এবং অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চলছে।
বিবার্তা/আকঞ্জি/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]