শেরপুরে জনউদ্যোগের ষান্মাসিক সভা অনুষ্ঠিত
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ১৬:০৯
শেরপুরে জনউদ্যোগের ষান্মাসিক সভা অনুষ্ঠিত
শেরপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নাগরিক প্ল্যাটফরম জনউদ্যোগ শেরপুর জেলা কমিটির ষান্মাসিক কর্মপরিকল্পনা সভা হয়েছে। শেরপুর শহরের নিউমার্কেট সাংবাদিক বিপ্লবী রবি নিয়োগী সভাকক্ষে ৬ ডিসেম্বর শনিবার সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত এ সান্মাষিক সভাটি অনুষ্ঠিত হয়।


জনউদ্যোগ আহ্বায়ক শিক্ষক আবুল কালাম আজাদ-এর সভাপতিত্বে সভার শুরুতেই সদস্যসচিব হাকিম বাবুল বিগত ৬ মাসের জনউদ্যোগ শেরপুর-এর বাস্তবায়িত কার্যক্রম তুলে ধরেন। সেসময় তিনি বাস্তবায়িক কার্যক্রমের ইতিবাচক দিক ও এর প্রভাব সম্পর্কে সভাকে অবহিত করেন।


সভায় উপস্থিত সদস্য ও অতিথিদের নিকট থেকে আগামী ৬ মাসের কর্মসূচির জন্য প্রস্তাব আহŸান করা হয়। এসময় বিভিন্নজনের আলোচনায় নিরাপত্তা খাদ্য ও পুষ্টি নিশ্চিত করতে কৃষকদের ন্যায্যমুল্যে বীজ-সার ও কৃষি উপকরণ প্রাপ্তি নিশ্চিত করা, পারষ্পরিক অসহিষ্ণুতা দূর করে সামাজিক সম্প্রীতি জোরদার করতে সচেতনতামুলক কর্মসূচি গ্রহণ, ভোটার সচেতনতামুলক কার্যক্রম গ্রহণ, প্রয়াত ফটোগ্রাফার নীতিশ রায়ের তোলা কালজয়ী ফটোগ্রাফি নিয়ে উন্মুক্ত প্রদর্শনীর আয়োজন, নৃ-জনগোষ্ঠির কিশোরীদের বয়সন্ধিকালীণ স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে সচেতনতামুলক কার্যক্রম, চলমান বিভিন্ন নাগরিক ইস্যূ সহ পরিবেশ, নারী ও জনজাতি বিষয়ক বিভিন্ন ইস্যু এবং ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম বাস্তবায়ন বিষয়ে বিভিন্ন প্রস্তাবনা ওঠে আসে। বিস্তারিত আলোচনা শেষে সভায় আগামী ৬ মাসের জন্য কর্মপরিকল্পনা ও প্রস্তাবনা গ্রহন করা হয়।


সভায় বেসরকারি উন্নয়ন সংস্থা ইনস্টিটিউট ফর এনভায়রণমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি) এবং স্থানীয় বিভিন্ন ব্যক্তি ও সংস্থার পক্ষ থেকে জনউদ্যোগের কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।


সভায় অন্যান্যের মাঝে আলোচনায় অংশগ্রহণ করেন জনউদ্যোগ সংগঠক সোলায়মান আহমেদ, এসএম আবু হান্নান, হারান চন্দ্র সাহা, আঞ্জুমানারা যুথী, আইরীন পারভীন, তপন সারোয়ার, কমল চক্রবর্তাী, আসাদুজ্জামান রূপম প্রমুখ বক্তব্য রাখেন। সভা শেষে উপস্থিত সকল সদস্যদের শীতের ভাপা পিঠা ও পুলি পিঠা দিয়ে আপ্যায়িত করা হয়।


বিবার্তা/জাহিদুল/এসএস


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com