ঝিনাইগাতীতে ১০১টি প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ০০:২৬
ঝিনাইগাতীতে ১০১টি প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’
শেরপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

তিন দফা দাবি আদায়ে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ১০১টি প্রাথমিক বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন শিক্ষকরা।


বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সকাল থেকে তিন দফা দাবি আদায়ে ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’ এর ডাকে এ কর্মসূচি পালন করছেন তারা। এতে চলমান বার্ষিক পরীক্ষা বন্ধ রয়েছে।


সকাল ১১টার দিকে ঝিনাইগাতী সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ে দেখা যায়, এ বিদ্যালয়ের সকল শ্রেণি কক্ষে তালা ঝুলিয়ে রাখা হয়েছে। সকল ধরনের শিক্ষাকার্যক্রম বন্ধ রয়েছে। বিদ্যালয়ের মাঠে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষক-শিক্ষিকা বসে আছেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির ঝিনাইগাতী উপজেলার শাখার আহŸায়ক শিক্ষিকা মনোয়ারা বেগম, সদস্য সচিব শিক্ষক এসএম রজান, যুগ্ন আহবায়ক মো. আলমগীর হোসেন প্রমুখ।


ঝিনাইগাতী সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী প্রিয়ন্তী বলেন, আজ আমাদের বাংলা পরীক্ষা ছিল। খুব ভালো করে প্রস্তুতি নিয়ে আসছিলাম; এখন জানতে পারলাম আজ পরীক্ষা হবে না।


নাদিয়া আক্তার নামের এক অভিভাবক বলেন, আমার মেয়ে চতুর্থ শ্রেণিতে পড়ে। আজ তার বাংলা পরীক্ষা ছিল; এখন জানতে পারলাম শিক্ষকদের আন্দোলনের জন্যে পরীক্ষাসহ সকল শিক্ষাকার্যক্রম বন্ধ রাখা হয়েছে। যথাসময়ে পরীক্ষা শেষ না হলে মেয়ের দাদা-নানার বাড়িতেও যাওয়া হবে না।


বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির ঝিনাইগাতী উপজেলার শাখার যুগ্ন আহবায়ক মো. আলমগীর হোসেন বলেন, আমরা কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী এ উপজেলায় ১০১টি বিদ্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছি। পরবর্তী নির্দেশনা অনুযায়ী আমাদের কাযক্রম চলমান থাকবে।


উপজেলা শিক্ষা অফিসার ফারহানা পারভীন বলেন, আমরা বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেছি। কোথাও পরীক্ষা নেয়নি শিক্ষকরা। তারা তাদের দাবি আদায়ে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন। বিষয়টি যথাযথ কতৃপক্ষকে জানানো হয়েছে।


বিবার্তা/জাহিদুল/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com