শেরপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ২৩:৪০
শেরপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু
শেরপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদ হবে উন্নতি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এবং ভেটেরিনারি হাসপাতাল যৌথভাবে এ আয়োজন করে।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ. টি. এম. ফয়জুর রাজ্জাক আকন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরহাদ হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন এবং ইউপি চেয়ারম্যান রুকুনুজ্জামান প্রমুখ।


বক্তারা বলেন, দেশীয় জাতের প্রাণিসম্পদ উন্নয়ন ও আধুনিক প্রযুক্তির প্রয়োগ গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে সহায়তা করছে।


এবারের প্রাণিসম্পদ প্রদর্শনীতে বিভিন্ন ৩২টি স্টল বসে। প্রদর্শনী দেখতে উপজেলার নানা শ্রেণিপেশার মানুষ ভিড় জমায়।


বিবার্তা/জাহিদুল/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com