
রাজশাহীর বাঘায় ভেজাল গুড় তৈরির কারখানায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান শেষে ৫টি কারখানা মালিককে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৭টা থেকে উপজেলার আড়ানি শাহাপুর এলাকায় র্যাব ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর এ অভিযান পরিচালনা করে।
উপজেলার আড়ানি শাহাপুর এলাকায় সাল্টু, লাল্টু ও মুক্তার আলীকে ৫০ হাজার করে দেড় লক্ষ টাকা এবং ইনারুলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মো. এনারুলকে জরিমানা করা হয় ৩০ হাজার টাকা।
অভিযান শেষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ইব্রাহীম হোসেন সাংবাদিকদের বলেন, চিনি, রং, হাইড্রোজসহ বিভিন্ন ক্ষতিকারক উপাদান মিশিয়ে গুড় তৈরি হচ্ছিল। গুড়ে খেজুর বা আখের রসের ছিটেফোঁটাও নেই। এগুলো খেয়ে স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হচ্ছে। ৫টি কারখানাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আমরা আগামীতেও অভিযান অব্যাহত রাখবো।
এ সময় র্যাব-৫ রাজশাহীর উপ-অধিনায়ক মেজর মো. মুস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, এরা মাদকের চেয়ে খারাপ কাজ করছে। এগুলো খেয়ে মানুষের অনেক ক্ষতি হচ্ছে। চিনি, রং, ফিটকিরি ও হাইড্রোজসহ বিভিন্ন ক্ষতিকারক জিনিস দিয়ে তারা গুড় করছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভেজাল গুড় তৈরির কারখানায় আমাদের অভিযান শুরু হয়। এখানকার এসব গুড় সারাদেশ যেত। বিভিন্ন নামে গুড় করত তারা। আলামত জব্দ করে ধ্বংস করা হয়েছে। তাদের জরিমানাও হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।
বিবার্তা/মোস্তাফিজুর/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]