
পঞ্চগড় পৌর ও পঞ্চগড় সদর উপজেলা যুবদলের ত্যাগী, নির্যাতিত নেতাদের বাদ দিয়ে তথাকথিত একতরফা পকেট কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছে পঞ্চগড় পৌর ও পঞ্চগড় সদর উপজেলা যুবদলের ত্যাগী নেতা-কর্মীরা।
রোববার (১৬ নভেম্বর) দুপুরে পঞ্চগড় প্রেসক্লাব হলরুমে পঞ্চগড় পৌর ও পঞ্চগড় সদর উপজেলা যুবদলের ত্যাগী, নির্যাতিত নেতৃবৃন্দের ব্যানারে এই সংবাদ সন্মলনের অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পৌর যুবদলের সদস্য সচিব নুরুল ইসলাম দীপু, ভারপ্রাপ্ত আহবায়ক ময়নুল ইসলাম ও সদর উপজেলা যুবদলের আহবায়ক বশিরুল ইসলাম।
বক্তারা বলেন, গত ১৩ ই নভেম্বর কেন্দ্র ঘোষিত পঞ্চগড় পৌর যুবদলের সভাপতি আরিফুল ইসলাম ইরান, সাধারণ সম্পাদক পদে রাজুল করিম রাজু ও পঞ্চগড় সদর উপজেলা যুবদলের দলের সভাপতি পদে শাহিনুর ইসলাম শাহিন ও সাধারণ সম্পাদক পদে মজহারুল ইসলাম মজাহারকে দায়িত্ব প্রদান করা হয়।
দুঃখের বিষয় পৌর যুবদলের নবনিযুক্ত সভাপতি আরিফুল ইসলাম ইরান গত ৬মাস আগে স্বেচ্ছাসেবক দলের পঞ্চগড় জেলা শাখার যুগ্ম আহবায়ক ছিল। স্বেচ্ছাসেবক দল থেকে কেউ যুব দলের প্রার্থী হতে চাইলে স্বেচ্ছাসেবক দল থেকে পথ ছাড়ার পরে ৩ বছর যুবদল করতে হবে এবং সাধারণ সম্পাদক রাজুল করিম রাজু কোনদিন যুবদলের রাজনীতি করেনি।
বক্তারা আরও বলেন, পঞ্চগড় সদর উপজেলা যুবদলের দায়িত্ব যাকে দেয়া হয়েছে শাহিনুর ইসলাম শাহিন সে জেলা যুব দলের সন্মেলনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিল। সে ৪১ ভোট পেয়েছিল। সে কিভাবে সদর উপজেলা যুবদলের সভাপতির দায়িত্ব পান! সাধারণ সম্পাদক যাকে করা হয়েছে সে ৭ দিন আগেও স্বেচ্ছাসেবক দল পঞ্চগড় সদর উপজেলার প্রার্থী ছিল।
যাদেরকে নবনিযুক্ত কমিটিতে দায়িত্ব দেয়া হয়েছে সেটি একতরফা এবং গঠনতন্ত্র পরিপন্থি নয় বলে দাবি করেন নেতারা।
অবিলম্বে তিন দিনের মধ্যে এসব কমিটি বাতিল করে নতুন কমির দাবি জানান তারা। অন্যাথায় কঠোর আন্দোলনের যাওয়ার হুশিয়ারী বক্তারা।
বিবার্তা/গোফরান/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]