মিরপুরে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১৬
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ১৯:১৮
মিরপুরে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১৬
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর মিরপুরের রূপনগরে পোশাক কারখানা ও একটি কেমিক্যাল গোডাউনে লাগা আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। এর আগে নয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছিল ঘটনাস্থল থেকে। এছাড়া দগ্ধ হয়েছেন আরও আটজন। এতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যা সাতটার দিকে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে মৃতের সংখ্যা ১৬ জনের কথা জানানো হয়েছে।


ফায়ার সার্ভিস জানায়, গার্মেন্টস অংশ থেকে মৃতদেহগুলো উদ্ধার করা হয়েছে। কেমিক্যাল গোডাউন অংশে এখনো তল্লাশি চালানো সম্ভব হয়নি। সেখানেও মৃতদেহ থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মৃতদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এসব মরদেহের পরিচয় শনাক্তে ডিএনএ টেস্ট করা লাগবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।


এর আগে বেলা ১১টা ৪০ মিনিটের দিকে রূপনগরের ওই গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে আগুন লাগার খরব পায় ফায়ার সার্ভিস। বেলা ১১টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট। পরে একে একে বাড়ানো হয় ইউনিটের সংখ্যা। সবশেষ ১২টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। আগুন এখনো পুরোপুরি নেভেনি।


বিকেলে ফায়ার সার্ভিস কর্মকর্তা তালহা বিন জসীম সাংবাদিকদের ৯ জনের মরদেহ উদ্ধারের খবর জানিয়েছিলেন। তবে তল্লাশিকাজ শেষ হলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছিলেন তিনি।


নিহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। এছাড়া এ ঘটনায় একাধিক ব্যক্তি দগ্ধ রয়েছেন। তাদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com