রাজধানীতে ঝটিকা মিছিল, আ.লীগের আরও ১৩ নেতাকর্মী গ্রেপ্তার
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ২০:০১
রাজধানীতে ঝটিকা মিছিল, আ.লীগের আরও ১৩ নেতাকর্মী গ্রেপ্তার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীতে ঝটিকা মিছিলে অংশগ্রহণের অভিযোগে কার্যক্রম আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের আরও ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তাররা হলেন– খিলক্ষেত থানা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী আইনুল আসিফ (২৬), যশোরের ঝিকরগাছা উপজেলার ১১নং বাঁকড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বাঁকড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নিছার আলী (৫৫), সূত্রাপুর থানা আওয়ামী মৎস্যজীবী লীগ দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক ও সূত্রাপুর থানা ৪৪নং ওয়ার্ড বেগমগঞ্জ ইউনিট আওয়ামী লীগ সহ-সভাপতি মো. আমিনুল হক ফয়সাল (৪৫), ছাত্রলীগ কর্মী মো. আকাশ (২৫), ঢাকা মহানগর দক্ষিণের আইন বিষয়ক সম্পাদক মো. মুরসালিন তালুকদার (৩৪), আওয়ামী লীগের কর্মী মো. রিপন (৩৮), আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মুহম্মদ আনিসুর রহমান (৫৭), বরগুনা আমতলী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও আমতলী উপজেলা আওয়ামী লীগ সদস্য মো. মাহবুবুল ইসলাম (৩৪), বরগুনা আমতলী উপজেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী ও উপজেলা আওয়ামী লীগ সদস্য নুসরাত জাহান লিমা (৪৬), ঢাকা বিশ্ববিদ্যালয় স্যার এ এফ রহমান হল ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির সভাপতি এএসএম আল সনেট (৩৬), লালবাগ থানা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. বেলাল হোসেন তুহিন (২৯), মানিকগঞ্জ পৌরসভা আওয়ামী লীগ সভাপতি মো. আরশেদ আলী বিশ্বাস (৫৭) ও তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি অভিমুন্য বিশ্বাস অভি (৩৫)।


মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্সের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।


তিনি বলেন, সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে বাড্ডা থানার লিংক রোড এলাকা থেকে কাজী আইনুল আসিফকে এবং দুপুর ১২টা ৪৫ মিনিটে মতিঝিল মেট্রোরেল স্টেশন এলাকা থেকে মোহাম্মদ নিছার আলীকে গ্রেপ্তার করে ডিবি। একইদিন রাত ৮টার দিকে যাত্রাবাড়ী এলাকা থেকে আমিনুল হক ফয়সালকে এবং মঙ্গলবার দুপুরে বাড্ডা থেকে মো. আকাশকে গ্রেপ্তার করে ডিবি ওয়ারী বিভাগ।


অপরদিকে, সোমবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে তেজগাঁও এলাকা থেকে মো. মুরসালিন তালুকদারকে, রাত ৮টা ২০ মিনিটে রমনার বেইলি রোড থেকে এএসএম আল সনেটকে, রাত ১০টার দিকে বনশ্রী থেকে মো. রিপন, মো. মাহবুবুল ইসলাম ও নুসরাত জাহান লিমাকে এবং রাত ১১টা ৩০ মিনিটে ধানমন্ডি থেকে মুহম্মদ আনিসুর রহমানকে গ্রেপ্তার করে ডিবি।


তালেবুর রহমান বলেন, মঙ্গলবার ভোর ১টা ২৫ মিনিটে লালবাগের রসুলবাগ থেকে মো. বেলাল হোসেন তুহিন, সকাল ৬টা ৩০ মিনিটে রামপুরা থেকে অভিমুন্য বিশ্বাস অভি এবং সকাল ৭টা ১৫ মিনিটে মুগদা এলাকা থেকে মো. আরশেদ আলী বিশ্বাসকে গ্রেপ্তার করে ডিবি। গ্রেপ্তার মো. মাহবুবুল ইসলামের বিরুদ্ধে বরগুনার আমতলী থানায় একাধিক মামলা রয়েছে। অন্যদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com