
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মহারশি নদীতে পাহাড়ী ঢলের পানিতে ভেসে আসা গাছ ধরতে গিয়ে নিখোঁজ হন মো. ইসমাইল হোসেন (১৭) নামের এক কিশোর। নিখোঁজের প্রায় ১৪ ঘণ্টা পরে আজ শুক্রবার সকাল ৭টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনার পর শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল।
স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মহারশি নদীর পানি বৃদ্ধি পায়। ঢলের পানিতে ভেসে আসা লাকড়ি সংগ্রহের জন্যে দিনভর অভিযান চালায় স্থানীয়রা। ওই দিন বিকাল ৫টার দিকে নদীতে একটি গাছ ভেসে আসতে দেখে ইসমাইল ঝাঁপ দেয় এবং তীব্র স্রোতের তোড়ে পানিতে ভেসে যায়।একপর্যায়ে নদীতে তলিয়ে গিয়ে তিনি নিখোঁজ হয়। মৃত্যুর ঘটনায় বিকালে শোকাহত ওই পরিবারের কাছে ছুটে যান ইউএনও মো. আশরাফুল আলম রাসেল। এ সময়ে তিনি ওই পরিবারকে সমবেদনা জানিয়ে দাফন-কাফন বাবদ ২৫ হাজার টাকা সহায়তার অর্থ হাতে তুলে দেন ।
ইউএনও মো. আশরাফুল আলম রাসেল বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দাফন-কাফন বাবদ শোকাহত পরিবারকে ২৫ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে। আগামীতে তাদের আরও সহায়তা করার চেষ্টা করব।
বিবার্তা/জাহিদুল/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]