
নওগাঁর আত্রাই থানাপুলিশ পৃথক অভিযান চালিয়ে যুবলীগ নেতা ইবনে সিনা ওরফে ছনি সরকার (৩২) সহ দুই জনকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ছনি উপজেলার হাটকালুপাড়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবং বান্দাইখাড়া গ্রামের এমদাদুল হকের ছেলে।
থানাপুলিশ জানায়, মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় আত্রাই থানায় বিএনপি নেতা আবুল হোসেনের দায়েরকৃত মারপিট ও ককটেল বিস্ফোরনের মামলার সন্দেহভাজন আসামি হিসেবে যুবলীগ নেতা ছনিকে নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়। এছাড়া আদালতের গ্রেফতারী পরোয়ানা অনুযায়ী একই রাতে উপজেলার মির্জাপুর গ্রামের মোসারব হোসেনের ছেলে বকুল হোসেন (৪২) কে গ্রেফতার করা হয়েছে।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন,গ্রেফতারকৃতদের বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।
বিবার্তা/সাহাজুল/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]