বাগেরহাটে সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১৫:২১
বাগেরহাটে সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে অবস্থান কর্মসূচি
বাগেরহাট প্রতি‌নি‌ধি
প্রিন্ট অ-অ+

বাগেরহাটে চারটি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে নির্বাচন অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।


মঙ্গলবার (১৬ সে‌প্টেম্বর) সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা ও উপজেলা নির্বাচন অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালিত হয়।


নির্বাচন কমিশন বাগেরহাটের চারটি সংসদীয় আসনের মধ্যে একটি কমিয়ে তিনটি করার ঘোষণা দেওয়ার পর থেকে রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।


এরই ধারাবাহিকতায় বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন, এনসিপি ও অন্যান্য দল ও সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ এই অবস্থান কর্মসূচিতে অংশ নেন। কর্মসূচিকে ঘিরে সকাল থেকেই জেলা ও উপজেলা নির্বাচন অফিসের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয় কর্তৃপক্ষ। নিরাপত্তার স্বার্থে সব নির্বাচন অফিস এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। অবস্থান কর্মসূচির পাশাপাশি বিভিন্ন স্থানে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করা হয়।


এর আগে, সোমবারের পূর্ণদিবস হরতাল শেষে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে দুই দিনের আংশিক হরতাল প্রত্যাহার করে টানা দুই দিন অবস্থান কর্মসূচির ঘোষণা দেয় সর্বদলীয় সম্মিলিত কমিটি।


বুধবারও সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত একইভাবে এ কর্মসূচি পালিত হবে।


অবস্থান কর্মসূচিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির আহ্বায়ক ও জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম বলেন, নির্বাচন কমিশন বাগেরহাটের একটি আসন কমিয়ে জনগণের আশা-আকাঙ্ক্ষাকে উপেক্ষা করেছে। ভৌগোলিক অবস্থান, জনসংখ্যা, মোংলা বন্দর, ইপিজেড, শিল্পাঞ্চল ও দুটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের গুরুত্ব বিবেচনায় চারটি আসন বহাল রাখা প্রয়োজন।


জেলা জামায়াতের আমীর মাওলানা রেজাউল করিম বলেন, এটি কোনো দলীয় আন্দোলন নয়, এটি জনস্বার্থের আন্দোলন। আসন পুনর্বিন্যাসের সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করে চারটি আসন বহাল করতে হবে, নইলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।


সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতারা জানান, চার আসন পুনর্বহাল না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।


বিবার্তা/রাজু/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com