
সুন্দরবনের কয়রা থেকে ১০৩ কেজি হরিণের মাংস, মাথা ও হরিণ শিকারের ফাঁদসহ এক শিকারিকে আটক করেছে কোস্টগার্ড
সোমবার (১৫ সেপ্টেম্বরর) বিকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে কয়রার আংটিহারা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই এলাকায় তল্লাশি করে ১০৩ কেজি হরিণের মাংস, ১টি মাথা ও ৩০০ মিটার হরিণ শিকারের ফাঁদসহ এক জনকে আটক করা হয়। পরবর্তীতে জব্দকৃত হরিণের মাংস ও অন্যান্য আলামত আন্দারমানিক ফরেস্ট অফিসে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়।
বিবার্তা/জাহিদ/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]