
সুন্দরবনের কচিখালীতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার করেছে কোস্ট গার্ড।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গত ১৩ সেপ্টেম্বর শনিবার সকাল সাড়ে ১১ টায় সুন্দরবনের কচিখালী ডিমের চর সংলগ্ন এলাকায় নদীতে গোসলের সময় এক পর্যটক নিখোঁজ হয়। টুরিস্ট জাহাজ উক্ত বিষয়টি কোস্ট গার্ডকে অবগত করে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট কচিখালী কর্তৃক একটি উদ্ধারকারী দল অতি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান আরম্ভ করে। পরবর্তীতে গত ১৪ সেপ্টেম্বর বিকাল ৪ টায় কোস্টগার্ড উদ্ধারকারী দল নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার করে।
তিনি আরও বলেন, উদ্ধারকৃত মরদেহ মোংলা থানা পুলিশের উপস্থিতিতে পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
বিবার্তা/জাহিদ/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]