
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বিরোধী কার্যকলাপের অভিযোগে নড়াইলের কালিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা ইউসুফকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
রবিবার (১৪সেপ্টেম্বর) রাতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বহিষ্কারাদেশের এক চিঠি কালিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা ইউসুফকে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, চাঁদাবাজি, দখলদারি, দোকান লুট ও ভয়ভীতি প্রদর্শনসহ নানা ধরনের অপকর্মে লিপ্ত থাকার সুস্পষ্ট অভিযোগে দলের গঠনতন্ত্রের বিধান অনুযায়ী প্রাথমিক সকল পর্যায়ে পদ থেকে আপনাকে নির্দেশক্রমে বহিষ্কার করা হলো।
এ বিষয়ে কালিয়া পৌর বিএনপি’র সদ্য বহিষ্কৃত সাধারণ সম্পাদক সেলিম রেজা ইউসুফ সোমবার (১৫সেপ্টেম্বর) সকালে বলেন, ‘চিঠিটি ফেসবুকে দেখেছি। আমরা জেলা বিএনপির সভাপতির বিপক্ষ গ্রুপ করি। তিনি মিথ্যা, ভিত্তিহীন,বানোয়াট তথ্য দিয়ে ওটাকার প্রভাব খাটিয়ে কেন্দ্রের নেতাদের ভুল বুঝিয়ে এমন আদেশ করিয়েছেন। আমার বিরুদ্ধে যে সব অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। অচিরেই এর খোলস হবে।
উল্লেখ্য, গত আগস্ট মাসের ৫ তারিখ নড়াইলের কালিয়া উপজেলার ছোট কালিয়া গ্রামের আকিজ শেখের স্ত্রী রহিমা খানম থানায় কালিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা
ইউসুফ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাসহ সাতজনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে থানায় মামলা দায়ের করেন।
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]