বাগেরহাটে আসন বহালের দাবিতে ডাকা আগামী ৩ দিনের হরতাল কর্মসূচিতে পরিবর্তন
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১:৪০
বাগেরহাটে আসন বহালের দাবিতে ডাকা আগামী ৩ দিনের হরতাল কর্মসূচিতে পরিবর্তন
বাগেরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাগেরহাটে ৪টি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে আগামী ৩ দিনের হরতাল কর্মসূচিতে পরিবর্তন এনেছেন সর্বদলীয় সম্মিলিত কমিটি।


রবিবার (১৪ সেপ্টম্বর) দুপুরে বিএনপি জামায়াতসহ সর্বদলীয় সম্মিলিত কমিটির আহবায়ক ও জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম প্রেস ব্রিফিংয়ে বলেন, জন ভোগান্তির কথা চিন্তা করে হরতালে পরিবর্তন আনা হয়েছে। ঘোষিত কর্মসূচি অনুযায়ী সোমবার সকাল-সন্ধ্যা হরতাল এবং মঙ্গল ও বুধবার দুপুর ১২টা পর্যন্ত হরতাল আহবান করা হয়েছে। তবে এ সময় দোকানপাট খোলা ও স্থানীয় ভ্যান, রিকশা, ইজিবাইক চলবে। তবে সরকারি অফিস বন্ধ থাকবে।


তিনি বলেন, বাগেরহাটে ৪টি সংসদীয় আসন বহাল রাখার আন্দোলন কোনো দলের নয়, এটি জনস্বার্থের আন্দোলন। আমাদের ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। জনগণের অধিকার আদায়ের জন্য জনগণ নিয়েই আমরা দাবি আদায় করবো।


এর আগে, রবিবার সকাল থেকেই কর্মসূচি পালনের সমর্থনে জেলা-উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি জামায়াতসহ সর্বদলীয় সম্মিলিত কমিটি। ঘোষিত কর্মসূজি অনুযায়ী রবিবার সকালে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে সরকারি অফিস আদালত ঘেরাও করে অবস্থান নেয় আন্দোলনকারীরা।


উল্লেখ্য, গত ৩০ জুলাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের বিশেষ কারিগরি কমিটি খসড়া প্রস্তাবে বাগেরহাট জেলার চারটি আসনের মধ্যে একটি কমিয়ে তিনটি রাখার প্রস্তাব দেয়। এই প্রস্তাবের বিরোধিতা করে জেলার রাজনৈতিক, সামাজিক সংগঠনগুলো নির্বাচন কমিশনের শুনানিতেও অংশগ্রহণ করেন। কিন্তু তাদের দাবিকে উপেক্ষা করে গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন চুড়ান্ত গেজেটে বাগেরহাটে একটি আসন কমিয়ে তিনটি আসন রাখাসহ নিজেদের খসড়া প্রস্তাবে সম্পূর্ণ পাল্টে দিয়ে আসনের সীমানা নির্ধারণ করে।


ইসির এই সিদ্ধান্তে প্রতিবাদে বাগেরহাটের রাজনৈতিক দলসহ আমজনতা লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে।


বিবার্তা/রাজু/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com