
কুষ্টিয়ার দৌলতপুরে গুলিবর্ষণ করে সাইফুল ইসলাম (৪০) নামে একজন ব্যবসায়ীকে অস্ত্রের মুখে অপহরণ করা হয়েছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীরচর বাজার সংলগ্ন এলাকায় অপহরণের এ ঘটনা ঘটে। অপহৃত ব্যবসায়ী বৈরাগীরচর গ্রামের মৃত মিরাজ মালিথার ছেলে এবং সে গবাদিপশুর ব্যবসার সাথে জড়িত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যবসায়ী সাইফুল ইসলাম রাতের খাবার শেষে নিজ বাড়ি থেকে পাশর্^বর্তী বৈরাগীরচর বাজারে যাওয়ার সময় ৭-৮ জনের একদল সন্ত্রাসী অস্ত্রের মুখে তাকে অপহরন করে। এসময় অপহরণকারী সন্ত্রাসীরা আতঙ্ক ছড়াতে পরপর দুই রাউন্ড গুলি বর্ষণ করে। পরে সন্ত্রাসীরা অপহৃত ব্যবসায়ী সাইফুল ইসলামকে পদ্মা নদীতে রাখা স্পিডবোড যোগে দ্রæত চলে যায়। অপহরণকারী বৈরাগীরচর বাজারের নীচে পদ্মা নদীতে স্পিডবোড যোগে এসে সেখানে স্পিডবোড রেখে ঘটনাস্থলে অবস্থান নেয় বলে স্থানীয়রা জানায়।
অপহৃত সাইফুল ইসলামের ছেলে মুন্না (১৯) জানায়, একই এলাকার দিদার মন্ডলের ছেলে মিশনের নেতৃত্বে অপহরণের ঘটনা ঘটেছে। মিশন প্রথমে তার বাবা সাইফুল ইসলামকে ডেকে ঘটনাস্থলে নিয়ে যায়। সেখানে ৭-৮জনের সশস্ত্র সন্ত্রাসীরা গুলি ছুড়ে তারা বাবাকে অস্ত্রের মুখে অপহরণ করে নদীতে নিয় যায় এবং সেখানে রাখা স্পিডবোডে করে তারা দ্রæত চলে যায়। পরে খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থল এসে বাবার গায়ের গেঞ্জি সহ অন্যান্য পোশাক উদ্ধার করে।
অপহরণের বিষয়ে মরিচা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও একই এলাকার বাসিন্দা সাইদুর রহমান বলেন, সাইফুল একজন পরিচিত ছাগল ও ভেড়া ব্যবসায়ী। শুক্রবার রাত ৯টার দিকে বৈরাগীরচর বাজারে যাওয়ার পথে একদল অস্ত্রধারী সন্ত্রাসী তাকে অপহরণ করে নিয়ে যায় এবং যাওয়ার সময় আতঙ্ক ছড়াতে ফাঁকা গুলিও ছোড়ে তারা।
ব্যবসায়ী অপহরণ ঘটনায় দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান শেখ জানান, বৈরাগীরচর বাজার সংলগ্ন এলাকা থেকে সাইফুল নামে একজন ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছে এমন একটি খবর পেয়ে ঘটনাস্থলে দ্রæত পুলিশ পাঠানো হয়। এখন পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যায়নি। ঘটনাটি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। তবে পরিবারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি।
বিবার্তা/শরীফুল/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]