দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ১
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০০:১১
দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ১
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে মাদকসহ ১জন আটক হয়েছে এবং উদ্ধার হয়েছে বিপুল পরিমান নকল বিড়ি।


১২ সেপ্টেম্বর, শুক্রবার দুপুর ২টার দিকে বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে বিজিবি।


বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান এর নির্দেশনায় বৃহস্পতিবার রাত ৮টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ চল্লিশপাড়া বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৫৭/১-আর হতে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চরপাড়া মসজিদের নিকট নায়েক জীবন কুমার এর নেতৃত্বে বিজিবি’র টহল দল বিশেষ অভিযান চালায়। এসময় বাংলাদেশী নাগরিক মো. আলিপ হোসেন (১৯) কে ভারতীয় ১৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ৩০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। অটক মাদক পাচারকারী একই এলাকার মো. আলি মন্ডলের ছেলে।


অপরদিকে একইদিন দুপুর আনুমানিক ২টায় একই ব্যাটালিয়নের এর দায়িত্বপূর্ণ ভেড়ামারা হাইওয়ে সড়কে নায়েব সুবেদার সিগন্যাল আব্দুল হামিদ এর নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল বিশেষ অভিযান চালিয়ে ২ হাজার ২৪০ প্যাকেট অবৈধ নকল বিড়ি উদ্ধার করে। বিজিবি’র পৃথক অভিযানে উদ্ধার হওয়া মাদকের সর্বমোট সিজার মূল্য ১ লক্ষ ২৭ হাজার ২০৫ টাকা বলে বিজিবি সূত্র নিশ্চিত করেছে।


এদিকে বিজিবি’র অভিযানে আটক মাদক পাচারকারীকে মাদকসহ দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে এবং উদ্ধার হওয়া নকল বিড়ি কাস্টমে জমা করা হয়েছে বলে বিজিবি সূত্র জানিয়েছে।


কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও চোরাকারবারী আটক সহ মাদক উদ্ধারে বিজিবি’র কার্যকর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।


বিবার্তা/শরীফুল/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com