
সুন্দরবনে অস্ত্র ও গোলাবারুদসহ ডাকাত রাঙ্গা বাহিনীর ২জন সহযোগীকে আটক করা হয়েছে। একইসঙ্গে তাদের কাছে জিম্মি থাকা ৯ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বিসিজিএস স্বাধীন বাংলা নির্বাহী কর্মকর্তা লে. মো. তানভীর উদ্দিন প্রান্ত এ তথ্য নিশ্চিত করেন।
কোস্ট গার্ড জানায়, আদাছগি এলাকায় কিছু জেলেকে ডাকাত রাঙ্গা বাহিনীর সদস্যরা জিম্মি করে রেখেছে এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর ৫ টায় ওই এলাকায় অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড। পরে তাদের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করে। পরবর্তীতে ধাওয়া করে ২টি একনলা বন্দুক, ২রাউন্ড তাজা কার্তুজ, ৮ রাউন্ড ফাঁকা কার্তুজ, ৩ টি দেশীয় আগ্নেঅস্ত্র তৈরির সরঞ্জামাদি এবং ১টি দেশীয় অস্ত্রসহ ডাকাত রাঙ্গা বাহিনীর ২জন সহযোগীকে আটক করে তাদের কাছে জিম্মি থাকা ৯ জেলেকে উদ্ধার করে।
গত ৩ সেপ্টেম্বর বৈধভাবে মাছ ও কাঁকড়া ধরার উদ্দেশ্যে সুন্দরবনে যায় জেলেরা। রাঙ্গা বাহিনী তাদের আটক করে এবং মুক্তিপণ দাবি করে। উদ্ধারকৃত জেলেরা সকলেই খুলনার দাকোপ থানার বাসিন্দা।
আরও জানায়, উদ্ধারকৃত জেলে আটককৃত ডাকাত ও জব্দকৃত আলামতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া সুন্দরবনকে দস্যুমুক্ত করতে কোস্টগার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান ঐ কর্মকর্তা।
বিবার্তা/জাহিদ/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]