
সুন্দরবনে বিষ দিয়ে চিংড়ি মাছ শিকারের অপরাধে বিষ ও দু’টি নৌকাসহ ৫ জেলেকে আটক করেছে বন বিভাগ।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের চরাপুটিয়া টহল ফাঁড়ির ছোট হরমল খাল থেকে অভিযান চালিয়ে এসব জেলেদের আটক করা হয়।
এ সময়, তাদের ব্যবহৃত দুটি নৌকা, দুই বোতল বিষ, মাছ ধরা জাল ও বিষ দিয়ে আহরণ করা ২০ কেজি চিংড়ি মাছ জব্দ করা হয়।
আটকরা হলেন– আসাদুল শেখ (৩৮), কবির শেখ (৪৮), জিহাদ সরদার (২৮), বাদশা (২৮) ও ইয়াসিন শেখ (২২)।
আটক সবাই বাগেরহাটের রামপাল উপজেলার বাসিন্দা। তাদের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক আদালতে সোপর্দের প্রস্তুতি চলেছে বলে জানান পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিষসহ এসব জেলেদের আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক আদালতে সোপর্দ করা হবে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]