
ঝিনাইদহের মহেশপুর সীমান্তের বাঘাডাঙ্গা গ্রাম থেকে একটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে বিজিবি। তবে এ ঘটনায় বিজিবি কাউকে আটক করতে পারেনি।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমানের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি জানিয়েছে, বেলা সাড়ে ১২টার দিকে বাঘাডাংগা বিওপি'র জেসিও সুবেদার আতিয়ার রহমানের নেতৃত্বে অভিযান চালায় বিজিবি। এসময় বাঘাডাঙ্গা গ্রামের একটি খড়ের গাদা থেকে একটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি আইনগত প্রক্রিয়ার মাধ্যমে মহেশপুর থানায় হস্তান্তর করেছে বিজিবি।
মহেশপুর থানার ওসি নজরুল ইসলাম বলেন, বিজিবি উদ্ধারকৃত অস্ত্র ও গুলি থানায় হস্তান্তর করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিবার্তা/রায়হান/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]