
বাগেরহাটের ফকিরহাটে নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে আল মাহমুদ শেখ (৪০) নামে এক নছিমন চালককে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে ধর্ষিতা মাদ্রসা ছাত্রীর (১৪) চাচা আল মামুন বাদি হয়ে ফকিরহাট থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
পুলিশ জানায়, উপজেলার বালিয়াডাঙ্গা এলাকায় মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় বাবা শরীর ম্যাসেজ করার জন্য তার মেয়েকে ঘরে ডেকে নেয়। এসময় মেয়েকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে।
পরে স্থানীয়দের সহযোগিতায় লম্পট বাবা আল মাহমুদ শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই কিশোরী মেয়ে স্থানীয় একটি মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী। তার মা দীর্ঘদিন আগে তার বাবাকে ছেড়ে অন্যত্র চলে গেছেন। ঘটনার সময় ওই মেয়ে বাড়িতে একা ছিল।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মীর জানান, এ ঘটনায় ভিকটিমের চাচা মামুন বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন-(৯) এর ১ ধারায় থানায় একটি মামলা করেন। মামলায় অভিযুক্ত আসামী মাহমুদ শেখকে গ্রেফতার করা হয়েছে।
তিনি জানান, ভিকটিমের ডাক্তারি পরীক্ষা এবং ২২ ধারায় জবানবন্দী গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
বিবার্তা/রাজু/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]