মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী ভর্তিতে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৯
মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী ভর্তিতে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ
বাগেরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে রোগী ভর্তিতে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ পাওয়া গেছে। কোন প্রকার রশিদ ছাড়াই রোগীদের কাছ থেকে টাকা গ্রহণ করছেন জরুরি বিভাগে দায়িত্বরত কর্মকর্তারা।


বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি একজন রোগীর অভিভাবক হুমায়ুন কবির খান কালো এ অভিযোগ করেন। তার অভিযোগ, মো. শাহাবুদ্দিন ফকির (২৬) নামের এক রোগীকে ভর্তি করাতে গেলে জরুরি বিভাগে দায়িত্বে থাকা মেডিকেল অফিসার ডা. রেজয়ানা মেহেজাবিন বর্নার উপস্থিতিতে সাব এ্যাসিট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার মনিকা মল্লিক ওই রোগীর নিকট থেকে ২০ টাকা ফি নেন। পরে ওই টাকার রশিদ চাওয়া হলেও দেয়নি।


তার অভিযোগ, সরকারিভাবে নির্ধারিত ফি এর কোন তালিকা নেই। টাকা নিয়েও রশিদ দিচ্ছে না কর্তৃপক্ষ।


খোঁজ নিয়ে জানা যায়, জরুরি বিভাগে রোগী ভর্তিতে নেওয়া হচ্ছে ২০ টাকা অথচ সরকারিভাবে রোগী প্রতি নির্ধারিত ফি রয়েছে ৮ টাকা। হাসপাতাল কর্তৃপক্ষ অতিরিক্ত ১২ টাকা নিচ্ছেন রোগী প্রতি। সাব এ্যাসিট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার মনিকা মল্লিক বলেন, নির্ধারিত টাকার বাহিরে কোন টাকা নেওয়া হয়নি।


দায়িত্বরত মেডিকেল অফিসার ডা. আহাদ নাজমুল হাসান বলেন, জরুরি বিভাগে ভর্তিকৃত রোগীদের কাছ থেকে ২০ টাকা নেওয়া হয়। বাড়তি টাকা দিয়ে আউট সোর্সিং আয়াদের বেতন দিতে হয়।


এ বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম বলেছেন, জরুরি বিভাগে ভর্তিতে রোগীদের জন্য নির্ধারিত ফি ৮ টাকা। নিয়ম বহির্ভূত‚তভাবে অতিরিক্ত টাকা নেওয়া হলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।


বিবার্তা/রাজীব/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com