
নড়াইলের লোহাগড়া উপজেলার শামুকখোলা গ্রামের খাজা খন্দকারের ছেলে যুবদল নেতা সালমান খন্দকার হত্যা মামলায় জড়িত শিপন শেখ (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ।
শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে লোহাগড়া থানার হলরুমে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম এক প্রেস ব্রিফিয়ে এ তথ্য জানান। গ্রেফতারকৃত শিপন শেখ উপজেলার কাশিপুর ইউনিয়নের চালিঘাট গ্রামের বুরাক শেখের ছেলে।
প্রেস ব্রিফিয়ে ওসি শরিফুল ইসলাম জানান,সালমান হত্যা মামলায় তদন্তে তথ্য প্রযুক্তির সহযোগিতায় জড়িত নয়ন কাজী কে গ্রেফতারের পর তার দেয়া তথ্য অনুযায়ী শুক্রবার রাতে গোপন সংবাদ পেয়ে উপজেলার চালিঘাট গ্রামে অভিযান চালিয়ে সালমান হত্যায় জড়িত শিপন শেখ কে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
পরে জিজ্ঞাসাবাদে সে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে। পরে তার দেয়া তথ্য অনুযায়ী হত্যায় ব্যবহৃত একটি চাকু (দুই দিকে ধারালো) উদ্ধার করা হয়। আসামি শিপন শেখের স্বীকারোক্তি মোতাবেক, নিহত সালমানের গ্রামে একটি হত্যা মামলা বিচারাধীন ছিল, সেই মামলার কাউন্টার দিতে ও প্রতিপক্ষকের লোকজনকে ফাঁসাতে তার আপন চাচা রিপনসহ অন্যান্যরা সালমান কে হত্যার পরিকল্পনা করেন। পরে রিপন ও নয়ন সালমান কে হত্যা করতে শিপন কে অর্থের প্রলোভন দেখায়। পরিকল্পনা অনুযায়ী ঘটনার দিন রাতে সালমানের চাচা রিপন ভাতিজা সালমান কে ঘটনাস্থলে ডেকে নিয়ে আসেন। পরে ৮ থেকে ৯ জন দুর্বৃত্ত মিলে সালমান কে কুপিয়ে হত্যা করেন।
ওসি শরিফুল ইসলাম আরো বলেন, গ্রেফতার শিপন শেখ এর বিরুদ্ধে পূর্বের একটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া হত্যার ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
প্রসঙ্গত, চলতি বছরের ৯ মে সকালে উপজেলার শামুকখোলা গ্রামের কাউলিডাঙ্গা বিল থেকে সালমান খন্দকার নামে এক যুবদল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার দুদিন পর ১১ মে নিহত সালমানের ভাই নাহিদ খন্দকার বাদী হয়ে লোহাগড়া থানায় ২০ জনকে আসামী এবং অজ্ঞাত ১৫ থেকে ২০ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন।
বিবার্তা/শরিফুল/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]