নড়াইলে গণঅধিকার পরিষদের নির্বাচন প্রস্তুতি সভা অনুষ্ঠিত
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ২৩:২৫
নড়াইলে গণঅধিকার পরিষদের নির্বাচন প্রস্তুতি সভা অনুষ্ঠিত
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নড়াইলের আলাদাতপুর এলিট কুজিন রেস্টুরেন্টে শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে গণধিকার পরিষদের মূল দলসহ অঙ্গসংগঠন গুলোর থানা ও জেলা পর্যায়ে সিনিয়র নেতাদের সাথে গণঅধিকার পরিষদের নড়াইল জেলা কমিটির সভাপতি সেলিম ইমামের সভাপতিত্বে আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রস্তুতি সভা অনুন্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির মনিরুল মাওলা ও লায়ন নুর ইসলাম।


আলোচনা সভায় নির্বাচন প্রস্তুতি, পরিকল্পনা ও কর্মসূচি বাস্তবায়নের বিভিন্ন দিক নির্দেশনা সহ কমিটি গঠন ও দায়িত্ব বন্টন কার্যক্রম সম্পন্ন হয়। সভায় মনিরুল মাওলা বলেন, লায়ন নুর ইসলাম কে আমরা নড়াইল-২ আসনে অধিকার পরিষদের ব্যানারে এম,পি হিসেবে দেখতে চাই। এ লক্ষ বাস্তাায়নের জন্য প্রত্যেক পাড়া মহল্লায় আমাদের কাজ করে যেতে হবে।


সভায় লায়ন নুর ইসলাম বলেন, এদেশের রাজনীতিতে ও দেশপ্রেমের ক্ষেত্রে ভি,পি নুরুল হক নূরের কোন বিকল্প নেই। তার ত্যাগ আর আদর্শযে ব্যতিক্রম তা নির্বাচন বাস্তবায়ন কমিটির কার্যক্রমের মধ্য দিয়েই ই জনগণের কাছে প্রমাণ করতে হবে। নির্বাচিত হওয়ার পরে কি করবেন সে অঙ্গীকার না দিয়ে, আপনারা যে জনগণের কল্যাণে এক নব দিগন্তের ইতিহাস তার নমুনা প্রমাণ করতে হবে। মানুষ এখন যথেষ্ট সচেতন। তারা নতুনত্বের সন্ধানে, আপনারাই তারা তা আপনাদের প্রমাণ করতে হবে।


বিবার্তা/শরিফুল/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com