
জামালপুরের সরিষাবাড়ীতে ১৯ টি মামলার আসামি ও চিহ্নিত মাদক ব্যবসায়ী শিপন মিয়াকে গ্রেফতার করেছে সরিষাবাড়ী থানা পুলিশ।
২৮ জুলাই, সোমবার দুপুরে পৌর এলাকার বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শিপন মিয়া পৌরসভার সাতপোয়া মধ্যপাড়া এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে বলে জানা গেছে। গ্রেফতারকালে তার কাছ থেকে ১৬ গ্রাম হেরোইন উদ্ধার করেছে করে পুলিশ।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান জানান, "শিপন একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে সরিষাবাড়ী থানায় ১৭টি এবং জামালপুর সদর থানায় ২টিসহ মোট ১৯ টি মামলা রয়েছে। কয়েক বছর ধরে সে মাদক ব্যবসার সাথে জড়িত ছিল। সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৬ গ্রাম হেরোইনসহ পৌরসভা-উপজেলা পরিষদের রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়। শিপনের গ্রেফতারে এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
বিবার্তা/মনির/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]