
গাইবান্ধার সাঘাটা থানায় ঢুকে পুলিশ সদস্যের ওপর হামলা চালানো এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৫ জুলাই) সকালে থানার পেছনের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিস।
এর আগে বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে অজ্ঞাত পরিচয়ের এক যুবক থানায় ঢুকে সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মহসিন আলীকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। এ সময় ধাওয়া খেয়ে পাশের সাঘাটা পাইলট উচ্চ বিদ্যালয়ের পুকুরে লাফ দেন তিনি। এরপর থেকেই নিখোঁজ ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, পুকুরটিতে ঘন কচুরিপানা থাকায় দুর্বৃত্তকে উদ্ধার করা সম্ভব হয়নি। এরপর থেকেই পুলিশ ও ফায়ার সার্ভিস অভিযান চালিয়ে শুক্রবার সকালে তার মরদেহ উদ্ধার করে।
সাঘাটা থানার ওসি বাদশা আলম বলেন, ‘ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। নিহত যুবকের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। পরিচয় মিললে হামলার কারণও জানা যাবে।’
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]