গ্রাহকের ৩৯ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ ব্যাংক অফ এশিয়ার বিরুদ্ধে
প্রকাশ : ২৩ জুলাই ২০২৫, ২১:৫৫
গ্রাহকের ৩৯ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ ব্যাংক অফ এশিয়ার বিরুদ্ধে
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গ্রাহকের ৩৯ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে ব্যাংক অফ এশিয়া নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার বিরিশিরিস্থ উৎরাইল শাখার বিরুদ্ধে।


অভিযোগে প্রকাশ গাওকান্দিয়া, বিরিশিরি ও বাকলজোড়া ইউনিয়নের হতদরিদ্র ব্যক্তিদের ২০২৩-২০২৪ অর্থ বছরের বি ডব্লিউ বি কর্মসূচির এবং বিজিডি কার্ড, ডিপিএস, মাতৃত্ব ভাতা প্রতি জনের ৫,২৮০ হিসাবে এবং ৩০০জনের সঞ্চয়ি টাকা সহ মোট ৪০ লক্ষ টাকা ব্যাংক অফ এশিয়া আত্মসাৎ করেছেন বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।


তারা খোজ নিয়ে দেখেন গ্রাহকদের কোন টাকাই ব্যাংকে জমা হয়নি, ব্যাংক কর্মকর্তারা বর্তমানে অফিসে তালা ঝুলিয়ে আত্মগোপনে রয়েছে বলে জানান ভুক্তভোগীরা।


জমানো টাকা ফেরত পাওয়ার দাবিতে বুধবার (২৩ জুলাই)দুপুরে উপজেলা পরিষদ চত্তরে শতশত মহিলা পুরুষ সমন্নয়ে এক মানববন্ধন করেণ তারা।


এতে বক্তব্য দেন বিএনপি নেতা ও বিরিশিরি ইউনিয়ন তিনবারের সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন খান, বিরিশিরি ইউনিয়ন, ভুক্তভোগী- মোছাঃ ফাতেমা বেগম, মোছাঃ রাবিয়া খাতুন, মোছাঃ তাছলিমা আক্তার,নাজমা বেগম। গাওকান্দিয়া ইউনিয়ন ভুক্তভোগী- মাজেদা বেগম, মিনারা বেগম, নাজমা খাতুন, আবুল বাদশা প্রমুখ।


পরিশেষে নির্বাহী কর্মকর্তা বরাবর এক স্বারকলিপি জমা দেন ভুক্তভোগীরা।


বিবার্তা/রফিক/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com