অপপ্রচারের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন
প্রকাশ : ২৩ জুলাই ২০২৫, ১৬:২৭
অপপ্রচারের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে অপপ্রচারের প্রতিবাদ সংবাদ সম্মেলন করেছে এক ভুক্তভোগী পরিবার।


বুধবার (২৩ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও শহরে টিএফসি চাইনিজ রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী পরিবার প্রধান দীনেশ চন্দ্র বর্মন।


এসময় তিনি বলেন, আমার মেয়ের সাথে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সত্যজিৎ কুন্ডুর সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।বিষয়টি আমি অবগত হলে উভয় পরিবারের সম্মতিক্রমে তাদের হিন্দু ম্যারেজ রেজিস্ট্রি বিয়ে সম্পন্ন করা হয়।কিন্তু একটি কুচিক্র মহল আমার জামাতার সম্মান ক্ষুন্ন করার জন্য তাদের বিবাহের ছবি ফেসবুক থেকে আপলোড করে নিয়ে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ায় ও ফেসবুকে অপপ্রচার চালায়।


অপপ্রচারকারীরা ফেসবুকে লিখে আমার মেয়ে ও আমার উপর চাপ সৃষ্টি করে এ বিয়ে সম্পন্ন করা হয়। আমি সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক জ্ঞানে বলছি আমার উপর বা আমার মেয়ের উপর কোন ধরনের চাপ প্রয়োগ করা হয়নি। আমার জামাতা একজন সম্মানীয় ব্যক্তি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছে। শুধুমাত্র তার সম্মানহানির লক্ষ্যেই এ মিথ্যা অপপ্রচার চালানো হয়। আমি ও আমার পরিবার এ মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।


সংবাদ সম্মেলনে দীনেশ চন্দ্র বর্মন এর স্ত্রী, তার মেয়ে ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সত্যজিৎ কুন্ডুর নববিবাহিতা স্ত্রী, মোহাম্মদপুর ইউনিয়নের সাবেক সংরক্ষিত নারী সদস্য রেখারাণী সহ স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।


বিবার্তা/বিধান/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com